নোনাজলের দীর্ঘ শ্বাস
।। তানজিলা ইয়াসমিন ।।
দু-দণ্ড দাঁড়াতে চাই তোমাতে মিশে
ঢেউয়ের মাঝে আঁকা ছবি জীবন্তই ভাবি,
চলছি দুর্বার, গন্তব্য কখনো থমকে যায়-
ফিরে আসি সকালের সোনা রোদের ছায়ায়
আমি খুঁজি আমাকে সমুদ্রের নোনাজলে
ঢেউ থেকে ঢেউ শুধুই অপেক্ষার দীর্ঘ শ্বাস।
ফেলে আসা রাতের বুকে খুঁজে ফিরি ক্ষনিকের
বেঁচে থাকার ভালবাসার নুড়ি পাথর।
সময় কে মাঝে মাঝেই প্রশ্ন করে উঠি-
কেন স্রোতের বুকে এতো বেদনার প্রতিচ্ছবি,
মুচকি হেসে উত্তর দেয়ার ছলে বর্তমানের
প্রবল গতিতে আগামীর বাস্তবতায় আগমন।
একটি কোমল হাতের স্পর্শ যেন সারাক্ষণ -
হৃদয়ের সবগুলো দরজায় বারবার কড়া নাড়ে,
হঠাৎ যেন বলে উঠে-" তুমি আসবে তো"!
আমার অপেক্ষা আরো দীর্ঘ থেকে দীর্ঘ হয়।
সাইরেনের শব্দে শুধুই জেগে ওঠার বৃথা প্রয়াস,
ফিরে তাকাই বিশাল আকাশের মুগ্ধ আলোয়
শুন্যতায় ডুবে থাকা রাতগুলো জ্যোৎস্নার সুখ
চোখের মায়ায় কোন এক নীল আঁচলের এলো-
চুলে হেঁটে চলার রূপকথার অপেক্ষার কাব্য
ছুঁয়ে যেতে যেতে কখন যে হারিয়ে ফেলি।
জীবনের সকল একাকীত্বের ঘুন পোকার গল্প-
ছুটি চায় মধ্যদুপুরের কড়া রোদের প্রখরতায়
ডোবা মাস্তুলের বাস্তবতার ছায়া থেকে ,
ভিজে যেতে চায় সন্ধ্যার টুপটাপ শিহরণে
বর্ষায় মনকে জলের স্পর্শে কল্পনায় ডুবিয়ে,
দেখতে চায় মায়াবী রাতে প্রেয়সীর ভেজা-
ভেজা চোখে প্রতিক্ষার প্রহর শেষের সুখের কাব্য,
হেঁটে যেতে চায় আপন সত্ত্বার হাত ছুঁয়ে ভোরের স্নিগ্ধতায় !!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন