আমাকে ঘুম দাও


।। হাফিজ রহমান ।।

পৃথিবীর মানব বাগানে সৃষ্টি করে অগণিত বিশুদ্ধ মানব,
তাদের করেছ সকল সৃষ্টির সেরা,
তবুও তো কিছু অমানুষ হয়ে যায়,
মানবের মাঝে যেন দানব কিছু!
সারাটা জগত্জুড়ে তাদেরই সে পাপের রাজত্ব,
সৃষ্টির শুরু থেকে এভাবেই চলছে,
আর কি নির্বিকার তুমি, মনে হয় ঘুমিয়েই আছো কতকাল,
মানবতার হৃৎপিন্ড ভেদ করে বইছে যে রক্তনদী,
তোমার ঘুমন্ত চোখে পড়ে না কি তা?
আর তার আর্তনাদ পৌঁছে কি তোমার কানে?
অবুঝ শিশু, যাকে দানবে করেছে ক্ষতবিক্ষত,
তার সে গগনবিদারী চিৎকার ; আমার ঘুম কেড়ে নেয়,
তুমি কি তাও শোননি?
অবুঝ এই শিশুটির আর্তচিৎকার,
পারেনা কি ভাঙাতে ঘুম তোমার?
যুগে যুগে দানবেরা জিতে যাবে শুধু?
হবে না কি প্রতিকার তার?
বিপন্ন এই মানবতার দেশে, সব হারানো মানুষের কথা শুনেছি, 
একাত্তরের বাংলাদেশ, বিপর্যস্ত ইরাক, আফগানিস্তান,
সিরিয়া, লিবিয়া, তুরস্ক কিম্বা আফ্রিকার বিপন্ন মানুষ,
তারা বলছিল, অনেক আক্ষেপ করে,
বিধাতা ঘুমিয়ে থাকে, মানবতা যখন হয় ধর্ষিত,
আমাদের ঘুম কেড়ে তুমি কি সত্যি ঘুমাও বিধাতা?
রক্তের হোলি খেলা বন্ধ করে আমাদের শান্তির ঘুম দাও,
অবুঝ বালিকা যেন অস্ফুট গোলাপ,
তাকে সুশোভিত করো, বিকশিত করো,
করো তোমার করুণাধারায়,
দানবেরে নির্মূল করো, পৃথিবীকে দাও স্বর্গছায়া,
দানবের তান্ডব দেখে আমিও ক্লান্ত এখন,
আমিও ঘুমাবো।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ফেব্রুয়ারির গান

নিষ্ঠুর বর্বরতা

নোনাজলের দীর্ঘ শ্বাস