ফসলি শিশু
।। জাবেদ এ ইমন ।।
এই যে পৃথিবীর বুকে বেড়ে উঠে চারা ফসলের ফুল,
আমি আজন্ম এদের সাথে শিশু হয়ে যাই।
আমার দেয়াল যখন রাঙে নীল ভ্রমরের রঙে,
একটু সাদা মেঘ জমা করে রাখি বাম পাজরের শীরায়।
আপেক্ষিক তত্ত্বের হ্যা, না এর মাঝে যখন দ্বান্দ্বিক পরিভ্রমণ প্রজাপতি
তখনো ঘটে মিলন-বিচ্ছেদে বাহন বাশিঁর সুরের সামুদ্রিক ফেনায়িত খেলা।
ধরাধাম নিয়মের বাহিরে হাটে না বলেই,
জমা করে রাখা সাদা মেঘ অপরূপ বৃষ্টি বিলাস উপাধি পায়।
সময়ের চক্রযানে ভর করে মৃত্তিকা চুষে আকাঙ্ক্ষিত বুনো বীজ
মহাকালের পৃথিবী প্রতীক্ষায় থাকে ভবিষ্যতের উদ্দাম ফসলের আশায়।
আমি বারবার এই ফসলি শিশু, আমিই আবার এই ফসলের পিতা।
এই যে পৃথিবীর বুকে বেড়ে উঠে চারা ফসলের ফুল,
আমি আজন্ম এদের সাথে শিশু হয়ে যাই।
আমার দেয়াল যখন রাঙে নীল ভ্রমরের রঙে,
একটু সাদা মেঘ জমা করে রাখি বাম পাজরের শীরায়।
আপেক্ষিক তত্ত্বের হ্যা, না এর মাঝে যখন দ্বান্দ্বিক পরিভ্রমণ প্রজাপতি
তখনো ঘটে মিলন-বিচ্ছেদে বাহন বাশিঁর সুরের সামুদ্রিক ফেনায়িত খেলা।
ধরাধাম নিয়মের বাহিরে হাটে না বলেই,
জমা করে রাখা সাদা মেঘ অপরূপ বৃষ্টি বিলাস উপাধি পায়।
সময়ের চক্রযানে ভর করে মৃত্তিকা চুষে আকাঙ্ক্ষিত বুনো বীজ
মহাকালের পৃথিবী প্রতীক্ষায় থাকে ভবিষ্যতের উদ্দাম ফসলের আশায়।
আমি বারবার এই ফসলি শিশু, আমিই আবার এই ফসলের পিতা।
Darun Ekti kobita porlam
উত্তরমুছুন