কবি ও ন্যুড চিত্রকর

।। জাবেদ এ ইমন ।।

জোতিষ হলাম তোমার জন্য
হাত ধরে হৃদয় ছুঁইব বলে।
কবি হয়েছি ক্ষণ গুলো শব্দের মহিমায়
পাতায় পাতায় গেঁথে রাখব বলে।
কে জানিত প্রতিপক্ষ হয়ে আছে,
ন্যুড চিত্রকর।
কে জানিত রমণীর মন, স্রোতের বিপরীতে চলার মতই
বিস্ময়কর।
আমায় বললে সেকেলে, তাকে বললে আধুনিক
জানলে না তুমি, আসলে ন্যুডটাই পৌরানিক।
যেদিন ইভ আর এ্যাডাম এসেছিলো ধরায়,
সেই থেকেই তো উলঙ্গ হয়ে আছে পৃথিবী।
বুঝলে না কবিরাই সর্বকালের সবচেয়ে আধুনিক।
বুঝলে না, বুঝলে না, না বুঝে ন্যুডটাকেই ভালোবাসলে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ফেব্রুয়ারির গান

নিষ্ঠুর বর্বরতা

নোনাজলের দীর্ঘ শ্বাস