কষ্টের কতটা বুঝিস


।। শামীমা সুমি ।।  


কষ্টের কতটা বুঝিস তুই?
যতটা দেখিস ততোটুক শুধু কষ্ট!
বিভ্রমে আছিস তবে..ওটা ছায়ামাত্র
প্রতিবিম্বিত কষ্টের ধোঁয়াটে আলোড়ন।।

কতটা পান করেছিস বেদনার জল!
এনেছিস কী আঁজলা ভরে পরে চাখবি বলে?
নাকি রেখে দিয়েছিস যত্ন করে মৎস্যধানীতে
হয়তোবা ছেড়ে দিবি তাতে এক দুটো সুখের মথ।।

চিরেচিরে যখন রক্তক্ষরণ হয়!
শোণিতধারাটা দেখা যায় না কোনভাবে ই,
অনুভব হয় কিছু একটা গলে যাচ্ছে যেন
আগ্নেয়লাভার মতো বয়ে যায় চক্ষু বেয়ে।।

ইতিহাস হয় আহত হৃদয়ের বোবা কান্না
চিতার দহন ভেতরে বাইরে চলে মেকি হাস্য,
কষ্টের কান্নাটা কভু বুকে চেপে রাখা যায়
শুধু আঁখিদুটি করে যায় বেপরোয়া বিদ্রোহ।।

আকস্মাৎ বজ্রপাতে ঝলসেছিস কখনো?
প্রিয়জনের আঘাতগুলো বজ্রশলাকা,
মথিত হয়েছিস বিরহের চোরাবালিতে?
কেবল নিচেই টানে উর্ধ্বপথ স্বপ্নময় লাগে।।

কষ্টের আরকে ক্ষীণতম হয় কায়া অস্থি
কৃতকাম হয়ে যায় দুঃস্বপ্নের বহতানদী,
জীবাত্মা বেরোতে চায় দেহেত খাঁচা ছেড়ে
ছিঁড়তে চায় জাগতিক সব মায়াজাল।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ফেব্রুয়ারির গান

নিষ্ঠুর বর্বরতা

নোনাজলের দীর্ঘ শ্বাস