সংক্ষিপ্ত_বাঁচা
।। অমর বিশ্বাস ।।
তোমার দুশো ছ'টা হাড়ের মধ্যে
যদি প্রতিদিন---
একটা একটা হাড়কে খুলে নেওয়া হয়
তুমি বাঁচবে কি করে!
যদি তোমার জীবনে বেঁচে থাকার
প্রতিটি উপাদানকে---
একটা একটা করে বেচে দিতে হয়
ব'লো তুমি বাঁচবে কি করে!
সবকিছুকেই সংক্ষিপ্ত করে
বেঁচে আছো জানি, কিন্তু কেমন ক'রে?
শ্বাস আছে যদিও দূষিত বাতাসে
প্রতিদিন বাঁচার অভ্যাসে--
বেঁচে আছো জানি সংক্ষিপ্ত বাঁচাতে!
তোমার দুশো ছ'টা হাড়ের মধ্যে
যদি প্রতিদিন---
একটা একটা হাড়কে খুলে নেওয়া হয়
তুমি বাঁচবে কি করে!
যদি তোমার জীবনে বেঁচে থাকার
প্রতিটি উপাদানকে---
একটা একটা করে বেচে দিতে হয়
ব'লো তুমি বাঁচবে কি করে!
সবকিছুকেই সংক্ষিপ্ত করে
বেঁচে আছো জানি, কিন্তু কেমন ক'রে?
শ্বাস আছে যদিও দূষিত বাতাসে
প্রতিদিন বাঁচার অভ্যাসে--
বেঁচে আছো জানি সংক্ষিপ্ত বাঁচাতে!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন