তোমারি জন্য
।। ফুয়াদ চৌধুরী ।।
আবারো এলাম তোমার পথের সঙ্গী হতে-
একবার স্পর্শ করে দেখো এই হাত,
দেখবে নিষ্প্রাণ এ পথ সজীবতায় ভরে উঠেছে।
তোমার ঐ কোমলময়ী কালো চুল-
মনে হয় মেঘের রুপে সেজেছে,
এই বুঝি অঝরধারা সৃষ্টি হলো।।
জ্যোৎস্না রাতে তোমার ঐ হাসি
আকাশের তারা হয়ে জ্বলে উঠে-
হাতে হাত রেখে সেই পূর্নিমা কাটিয়ে দেখো,
নিষ্প্রাণ রাত সাজবে আলোর প্রদ্বীপ হয়ে।
তুমি জানো-এই প্রাণ তোমারি অপেক্ষায়,
বহুদূর পাড়ি দিয়ে আবারো এলো তোমার ভালোবাসার সঙ্গী হতে!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন