তরুণের শপথ



।। আদিত্য আরেফিন ।।


শোন হে তরুণ,
পেয়োনা কভু ভয়।
করোনা নত শির আসন্ন বিপদে,
আনবে ছিনিয়ে মুক্তি,
মনে সাহস কর সঞ্চয়।

প্রাণের মায়া করোনা তরুণ,
দেহে তোমার বহমান টগবগে তাজা রক্ত।
অন্যায়,অনাচার, মিথ্যা পাপাচার,
ধ্বংস করবে সকল অশুভ শক্তি,
তুমি হবে সত্য-গুরুর ভক্ত।

সাজাবে এই বিধ্বস্ত পৃথিবী,
সমৃদ্ধ- শৃংঙ্খলায় নিজের মত করে।
তুমি হবে উন্নয়নের পথ প্রদর্শক,
এই স্বপ্ন-জালে রেখো বন্দী আপনারে।

সৈনিক হয়ে লড়বো কল্যাণের তরে,
ত্যাগী হয়ে সদাশয় দেখাবো শান্তির পথ।
দেশের তরে করবো আত্ন-বিষর্জন,
এই হোক তরুণের শপথ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ফেব্রুয়ারির গান

নিষ্ঠুর বর্বরতা

নোনাজলের দীর্ঘ শ্বাস