আরেকটু কাছে এসো
।। মণি জুয়েল ।।
একবার কাছে এসে একটুখানি ভালোবেসে
বলে যাও না ভালাবাসি
মায়ায় ও চোখে চোখে এক পলক হেসে
বলে যাও না আছি পাশাপাশি ।
দেখেছি তোমায় যেদিন,
এ মন, আমি সেদিন হারিয়েছি ।
একমুঠোআলো আনো আমার সকাল সাজাও
ও ভোরের জানালায়
একটুখানি হেসে দাও হেমন্তের শিউলির মতো
সুগন্ধি ছড়াও
একবার কাছে এসে একটুখানি ভালোবেসে
বলে যাও না ভালাবাসি
কানে কানে ভালোবেসে মনের কাছে এসে
বলে যাও না আছি পাশাপাশি ।
দেখেছি তোমায় যেদিন,
এ মন, আমি সেদিন হারিয়েছি ।
রাতের আকাশ হয়ে তুমি স্বপ্ন বয়ে আনো....
ভাসাও তারায় তারায়
মনের আকাশ হাসাও পুর্ণীমার ও রাতের মতো
আলোয় জোছনায় ।
ভালোবেসে হেসে হেসে ঘুমপাড়ানির দেশে
চলো যাই পাশাপাশি...
মায়ায় ও চোখে চোখে এক পলক হেসে
বলে যাও না আছি পাশাপাশি ।
দেখেছি তোমায় যেদিন,
এ মন, আমি সেদিন হারিয়েছি ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন