গড়বো প্রেম- সন্ধি
ঐ কাজল কালো আঁখির চাহনিতে,
কেন মিশে রয় এত নিবিড় মায়া?
এক পলকেই বেঁধেছ প্রেমেতে,
হৃদয়ে ফেলেছ ভালোবাসার ছায়া।
ঐ বাকা ঠোঁটের হাসিতে কেন এত সুখ?
যে সুখের আবেশে আমি হই দিশেহারা।
এক হাসিতেই ধরলো মনে প্রেমের অসুখ,
আরোগ্য হবেনা মোর,তোমার প্রেম ছাড়া।
ঐ দীঘল চুলে জমে আছে ঘন কালো মেঘ।
ক্ষণেক্ষণেই হৃদয়ে ঝরায় অবিশ্রাম মায়া-বৃষ্টি।
সে জলধারায় সিক্ত হৃদয়ের অবুঝ আবেগ,
তোমাতেই ফিরে যায় অবাধ্য নয়নের দৃষ্টি।
তোমার গায়ের ঘ্রানে কেন এত নেশা?
সে নেশায় আমি রোজ হই মাতাল।
দুচোখ জুড়ে নামে ঘোর অমানিশা,
তোমাতেই বিলীন,খুঁজিনা আকাশ পাতাল।
ওগো নন্দিনী, তুমি যে বড়ই প্রেমবতী,
তোমার প্রেমের ফাঁদে হয়েছি বন্ধী।
যদি না পাই প্রেম তোমার,হবে মোর দূর্গতি,
মায়ার বাঁধনে রব বাঁধা,চল গড়ি প্রেম-সন্ধি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন