অবাক লাগে

।। হাফিজ রহমান ।।

বারবার আক্রান্ত শরীর মন মননে চরম হতাশা নিয়েও
যখন হৃদয়ের সবটুকু ভালবাসা ঢেলে তুমি বলো,
ভালো থাকো বন্ধু আমার, আমি অবাক হয়ে ভাবি,
কতটুকু ভালোবাসা জমে থাকে হৃদয়ে তোমার,
কি বিশাল হৃদয় তোমার?
চিরকাল কাঙাল আমি ভালবাসার,
মিটেছে আমার তৃষ্ণা তোমার সাগরের মত অসীম ভালবাসা পেয়ে।
আজ মনে হয় সবই আমি পেয়ে গেছি,
যা পাওয়ার কথা তার চেয়েও বেশি!
আমি আজ তৃপ্ত তাই, মনের প্রশান্তি কবিতায় গাঁথি হার!


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ফেব্রুয়ারির গান

নিষ্ঠুর বর্বরতা

নোনাজলের দীর্ঘ শ্বাস