পিতা তোমারে স্মরি
।। তাহমিনা ছাত্তার ।।
হাত বাড়িয়ে যতই তোমায়
ডাকি গো মোর পিতা,
দৃষ্টি মাঝে তুমিই কেবল
যোগ্যতম নেতা।
তুমিই দেখালে স্বপ্ন জাতিরে
স্বাধীনতার দিলে ডাক,
বাঙালি চেনে তাদের ত্রাতারে
দিল হায়দরী হাঁক।
রুখলো বাঙালি এগুলো বাঙালি
তোমার ডাকের নেশায়
কেউ হল গাজী, কেউবা শহীদ
ঠাঁই নিল ভূমি সজ্জায়।
তাইতো তোমায় প্রাণের বেদীতে
সাজাই নিরন্তর,
তুমিই আমার অস্তিত্ব মাঝে
রাত শেষে দেখি ভোর।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন