সুজেটের_কান্না
।। অমর বিশ্বাস ।।
রাতের আকাশ আঁধার ছিলো
ধীরে ধীরে তারারা জ্বলে উঠলো
সোনালী চাঁদকে ঘিরে একে একে!
ধরনীর রূপ রস যৌবন
ছড়িয়ে পড়লো সহস্র প্রানের মাঝে!
তাহাদের কলুষিত কাহিনী
ধরিত্রীর নিভৃত কোনে,
যে অসহনীয় অবলা ব্যথা----
কঁকিয়ে ওঠে ধর্ষিতা সুজেটদের চিৎকারে
কে'বা তার হিসাব রাখে!
দু'ফোটা অশ্রুকে শুষে নেয়
তৃষিত পৃথিবী নিমেষে!
পাশবিক অত্যাচারের অঙ্কটা তাই
থেকে যায় চিরকালই অসমাধান!
না,---------
সুজেটের সজীব অতৃপ্ত আত্মা চঞ্চল অস্থির!
নিকৃষ্ট জীবদের ব্যভিচারের
যোগ্য বিচারের প্রত্যাশায় আজও উদগ্রীব!
ধর্ষিতা রমনীকে বাকরুদ্ধ করতে ব্যর্থ,
অমানবিক ঘৃণ্য রাজনীতিরা ব্যর্থ!
তোমরা কি বোবা পাথরের ম'তো
চুপ থাকবে!
অহরহ প্রবাহের ঘর্ষনে ধীরে ধীরে
সত্যিই ক্ষয়ে যাবে!
প্রতিনিয়ত সহস্র ধর্ষিতা কুসুমেরা
সুজেটের তীব্র প্রতিবাদকে
বিদ্রোহের দাবানলে অগ্নিসুদ্ধি করবে না!!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন