তুমিও রাত্রির মতো



।। গৌরাঙ্গ সুন্দর পাত্র ।।

আমিও প্রেমের ঘায়ে কতবার হয়েছি আহত
দেখেছি বেদনার কোলে শুয়ে আছো তুমিও রাত্রির মতো ।
ফসল কাটার পরেও লেগে থাকে মৃত্তিকায় ফসলের ঘ্রাণ
অনেক চাওয়ার মাঝে মানুষ মরে যায়
এই দেহ এই মন শুধু না পাওয়ায় সতত অম্লান ।
তোমাকে না পেলেও এখনো রাতের বুকে শুয়ে
দেখি আমি ঘিয়ের নরম দীপ জ্বলছে কোথাও ,
কেউ যেন কানে কানে বলে যায়
আহত করেও উজ্জ্বল ধরায়
মানবের প্রেমের সম্বল ,
প্রেমিক মরে না কভু , মরে যায় তৃষাতুর হৃদয়ের যত কোলাহল ।
তুমিও রাত্রির মতো
তারাগুলি জানে আজো
তুমি ছিলে বেদনায় শুয়ে গায়ে ছিল জ্বর ,
অতি-লৌকিক পৃথিবীর বুকে প্রেম থেকে গেছে
শুয়ে আছে আমার এই বুকের উপর ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ফেব্রুয়ারির গান

নিষ্ঠুর বর্বরতা

নোনাজলের দীর্ঘ শ্বাস