কবিতা বন্ধু তুমি নও


।। মোরশেদুল আমিন ।। 
তোমার সাথে কি দেখা হয়েছিলো বন্ধু ?
কবিতার ঘরে , ছন্দ আর অন্তমিলের বন্ধনে
একাকী বিকেলের মন খারাপের কথামালায় !
সে হয়তো তুমি নও, সে অন্য কবিতা বন্ধু
একদিন জানালায় বৃষ্টিতে হাত বাড়িয়ে
নিজেই বিষণ্ণ কান্নায় ভিজে গেলে
কখন জ্যোৎস্নায় ভেসে যেতে যেতে
ওর নির্জনতায় বেদনা ছুঁয়ে কষ্টে নীল হয়ে যেতে
সেই মন খারাপের বন্ধুটি তুমি নও।
যে ফুলের সাথে কথা বলতো
পাখির সুরে সুর মেলাতো যখন তখন
শিমুল ফুলের রঙ পায়ে মেখে অলস দুপুর কাটিয়ে দিত
কাঁচ ভাঙার মত নির্জনতা ভেঙ্গে
গেয়ে উঠত “যদি তারে নাই চিনি গো সে কি আমায় নেবে চিনে”।
সেই কবিতা বন্ধুটি তুমি নও
যে আমার ধানসিঁড়ির সোঁদা গন্ধ চিনেছিলো
গাঙচিল আর হটিটি পাখির সুরে সুর মেলাতো
শিশির মাখা পথ মাড়িয়ে চলে যেতো কুসুমবাগে
পথের পাশের নাম না জানা ফুলের সাথে মিতালী করতো
কলা পাতার বাঁশি বাজিয়ে পৌঁছে যেতো বড় রাস্তায় ?

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ফেব্রুয়ারির গান

নিষ্ঠুর বর্বরতা

নোনাজলের দীর্ঘ শ্বাস