ভালোবাসার ছায়ায়
।। আদিত্য আরেফিন ।।
তুমি আমার কে?
সে নাইবা তুমি জানলে।
প্রাণাধিক ভালোবাসি তোমায়,
সে তুমি নাইবা মানলে।
চাঁদনিরাতের যৌবনা-শশী দিলাম তোমায়,
ঐ চাঁদ কবুও পড়লে চোখে,
মনে দিয়ে ঠাঁই একটু ভেবো আমায়।
এ অন্তর জুড়ে আছো শুধু তুমি,
মিশে রও ক্ষণে-অনুক্ষণে,
গভীর ভালবাসার মধুর ভাবনায়।
নেই চাওয়ার বেশী কিছু,
তুমি আমার হবে, আমার হয়েই রবে,
ছায়া হয়ে সারাক্ষণ,
ছুটবো তোমার পিছুপিছু।
তোমার হয়ে রব কাছাকাছি,
তুমি আমি দুজন দুজনাতে
খেলব সুখের কানামাছি।
তোমায় রাখব বেঁধে কোমল মায়ায়,
মোরে দিও আশ্রয় হৃদয় আঙ্গীনায়।
তৃষিত দুচোখ কাতর আমার,
তোমায় দেখার তৃষায়।
বারেবার শুধু তোমায় দেখতে চায়।
তোমায় ঘিরে ভাবনা যত,
একাগ্রচিত্তে সারাক্ষণ আমায় ভাবায়।
অতি যতনে এ বাসনা পুষি মনে,
যদি একটু দিতে আশ্রয়,
তোমার ভালবাসার ছায়ায়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন