বর্ণমালা উড়ে যাচ্ছে
।। ফরহাদ হাসান চৌধুরী ।।
সুতীব্র দেয়াল বেয়ে বর্ণমালা উড়ে যাচ্ছে মেঘের মত-
অজস্র ভনিতায় হারিয়ে যাচ্ছে ত্যাগের ফসল
কারা যেন লিখতে এসেছিলো নিজ রক্তে শহরের এলোপথে মায়ের নাম
সে নাম সে মমতার চাঁদ ভুলে কে বা কারা যেন ডুবে যাচ্ছে বিজাতিয় অন্ধকারে
মনালাপে মগ্ন বিহর বলে ভাষার হৃদে হৃদে রক্তের অন্থন লেগে আছে
মায়ের কোল থেকে উঠে এসে যে সদ্য লাল রক্তের আলপনা হয়ে গেলো শহরের মোড়ে;
সে শহরের পীচ ঢালা রাস্তায় হাঁটে বর্ণ মালার অশ্রুজাত মন
মায়ের কোল থেকে যে বোবা হয়ে জন্মেছে তার চোখের অশ্রু
আর আত্মজাত বেদনা জানে ভাষার তীব্র মানে ।
তবুও জানালা খুলা রয়ে যায় একুশ আসে বলে এই চৌহদ্দিতে
তোমার আমার হৃদস্পন্দে - আষ্টেপৃষ্ঠে !!!
চমৎকার হয়েছে
উত্তরমুছুন