দুর্জনের দৌরাত্ম
















।। ইলিয়াছুর রহমান রুশ্নি ।।

রূপালি ইলিশে জোৎস্নার প্রতিফলন, ছড়ায় আভা,
শৈল,বোয়াল,পিরানহোর আগ্রাসীপনায় আহত স্বপ্ন।
হাঙ্গর,তিমির দৌরাত্মে, নিষ্টুরতা খেলা করে,
বিপর্যস্ত জলজ সম্রাজ্য, বসবাসের অনুপযোগী।
জঙ্গলে বাঘ, সিংহের আধিপত্যে,দৌড়ের উপর থাকতে হয়,
নপুংসক অন্যসব প্রাণীকুল,ব্যাহত অবাধ বিচরণ।
ছুটে বেড়ায় জীবন বাঁচাবার প্রত্যয়ে,
তবু তারা শিকারীর নির্মম শিকার,জীবনপাত অকাতরে।
আকাশে বাজ,শকুন,শঙ্খচিলের অবাধ উড়ে বেড়ানো,
সন্ত্রস্ত অন্তরীক্ষ,তবু বেঁচে থাকার তাগিদে পাখা মেলে।
কখনো কখনো বিমানও ডানা মেলে ঘাতক হয়ে,
নিজেই শিকারে পরিণত, নিয়ে যাত্রী সকল।
সমতলে,পাহাড়ে সর্বত্রই শক্তির আধিপত্য,
জরাজীর্ণ মানুষ, আহত মানবতা, দু্র্জনের অপঘাতে।
সজ্জন বিতাড়িত, মানবতা ভুলুন্ঠিত, হায়েনার কবলে,
তবু প্রত্যাশা, দুর্বল, মজদুর পাবে বাঁচার দাপুটে অধিকার।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ফেব্রুয়ারির গান

নিষ্ঠুর বর্বরতা

নোনাজলের দীর্ঘ শ্বাস