ফাগুন এলো
।। শামীমা সুমি ।।
ফাগুন নাকি এসেই গেলো প্রহর গুণেগুণে
ঝরাপাতায় মর্মর সেই শব্দ শুনেশুনে,
কৃষ্ণচূড়ায় ছড়িয়ে দিলো সিঁদুর রাঙা লাল
আবির মেখে পলাশ শিমুল হাসলো যে একগাল।
ফাগুনটা যে ভীষণ দস্যি মাস
সুযোগ পেলেই পোড়ায় শুধু ঘাস,
ফাগুন আসে সবুজ শ্যামল গাছে
সব পাখিরাই পুচ্ছ নেড়ে নাচে।।
ফাগুন এলো হাটে মাঠে মেলায়
আবিরখেলা ছড়িয়ে মেঘের ভেলায়,
বাসন্তী রঙ অঙ্গে শোভা পায়
মৌমাছি সব পিছে পিছে ধায়।।
ফাগুন এলেই বুকে আগুন জ্বলে
মায়ের চোখে অশ্রু ঝরেই চলে,
বোনের মনে রক্তগঙ্গা বয়
ফাগুনের সুখ সবার কী আর সয়।
পিচঢালা পথ রক্তরাঙা হলো
ভাষার জন্য জীবন শত গেলো,
শহীদেরা প্রাণ দিলো যে হেসে
মায়ের ভাষা অনেক ভালোবেসে।।
ফাগুন এলে বসুন্ধরা হাসে
পদ্মমন জলের মাঝে ভাসে,
আপনমনে নাইতে থাকে হাঁস
বসন্ত তুই থাকিস বারো মাস।।
আজ ভুলে যাও দাঁড়ি কমা ও হসন্ত
এসে গেছে আমার দুয়ারে আজি বসন্ত।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন