ফিরে ফিরে দেখা






















।। অমর বিশ্বাস ।।
ফিরে তাকানো
ফিরে ফিরে দেখা বার বার
শুধু ফিরে দেখা
বারে বারে ফিরে দেখা!
বারে বারে শিশিরে ভেজা
ভোরের শিশিরে
বারে বারে শিশিরে---
জ্যোৎস্না শিশিরে ভেজা
ফাগুন রাতের আকাশের নীচে!
বারে বারে হারিয়ে যাওয়া
সেই চেনা বুকে, চেনা সেই ঠোঁটে
বারে বারে ফিরে আসে
রক্তের চঞ্চলতা জীবনের স্নীগ্ধতা
ফিরে ফিরে আসে বার বার
কখনও নীরবে কখনও----
ঝোড়ো হাওয়ায় ফাগুন রসে
ফিরে ফিরে আসে বার বার!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ফেব্রুয়ারির গান

নিষ্ঠুর বর্বরতা

নোনাজলের দীর্ঘ শ্বাস