মাতৃভাষা


।। বিকাশ দাস ।।

যে ফেরে এ দুয়ার ও দুয়ার দেখেও আমি ফিরিয়ে নিই মুখ
হাত নেড়ে ইশারায় ভিখ মাগে যদি পায় একটু অন্নর সুখ
আমি জানি সে ক্ষুধিত ভিখারী ।

ভোর উঠতেই যে পাখি ভাষার ডানা মেলে উড়ে যায়
শূন্য হাওয়ায় মগ্ন চাওয়ায় দুনিয়াদারি ভুলে গান গায়
আমি জানি সে হৃদয়খোলা সংসারী ।

যে পথ খুঁজে পথ হারায় খাম খেয়ালির স্তব্দ হাওয়ায়
যে ভাষায় প্রাণখোলা গানের কলি আত্মহারা চাওয়ায়
আমি জানি সে আনন্দ পথচারী ।

দিনান্তে যখন ফিরি ঘরে ক্লান্ত সর্বশ্রান্ত কাঠ শরীরে
যে ভাষার দানা ভিজিয়ে জিভ গলার অন্তস্তল ঘিরে
এ আমার মাতৃভাষা সুখভাসায় প্রচ্ছন্ন আত্মার নীড়ে
আমি জানি সে জীবনযাপনকারী ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ফেব্রুয়ারির গান

নিষ্ঠুর বর্বরতা

নোনাজলের দীর্ঘ শ্বাস