রক্তাক্ত বাংলা ভাষা

















।। তানজিলা ইয়াসমিন ।।

ফাগুনের আকাশ
তীব্র তার রৌদ্র ছটা,
বাংলা দামাল ছেলেরা
প্রতিবাদের ঘনঘটা।

একটি স্লোগান বারবার
রাষ্ট্র ভাষা বাংলা চাই,
মায়ের ভাষায় কইবো কথা
মানবো না কোন বাধাই।

বুকের রক্তে লিখেছো সেদিন
বাংলা তোমায় ভালোবাসি,
বারবার যেন বাংলার বুকে
সালাম রফিক হয়ে ফিরে আসি।

শত মায়ের অশ্রু জলে অর্জিত
আমাদের রক্তাক্ত বাংলা ভাষা,
সালাম লক্ষ কোটি তোমাদের
প্রানের বিনিময়ে দিয়েছো মাতৃভাষা !!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ফেব্রুয়ারির গান

নিষ্ঠুর বর্বরতা

নোনাজলের দীর্ঘ শ্বাস