স্বপ্ন পরীর বেশে
।। আদিত্য আরেফিন ।।
কভু ভুলতে পারিনা তোরে সোনা,
তোর কচি মায়াবী বদন-খানি।,
কি করে ভুলবো তোরে বল দেখি,
তুই ছিলি মোর এ রিক্ত বুকে,
তৃষ্ণার্ত হৃদয়ের একনদী পানি ।
দুঃখ-ব্যথা,জড়া-জীর্ণতা ভুলাতিইস,
হয়ে কল্লোলিত আনন্দ-প্রবাহিণী।
মাঝ রাতে ঘুমের ঘোরে চমকে উঠি,
শোনে তোর কণ্ঠে ধ্বনিত 'মা' ধ্বনি।
খিল-খিলিয়ে হাসতি তুই,
আমায় দেখে দেখে,
তুই-ই ছিলি মোর দুই-নয়নের মণি।
বুকে চেপে তোরে করেছি কত মায়া,
কত না আদর-যতন।
গাল ফুলাইতিস অবুঝ অভিমানে,
অশ্রু-জলে ভাসাইতিস দুচোখ,
যদি না হতো তোর মনের মতন।
অচিন অভিমান বুকে নিয়ে,
সব মায়া ভুলে,
মাকে ফেলে ভিড়াইলি জীবন তরী,
কোন সে নদীর কূলে ।
চলে গেলি বুকের ধন;কোন অজানায়,
কোন না ফেরার দেশে?
আয় ফিরে আয়এ রিক্ত বুকে,
কেন খেলিস লুকোচুরি আমাতে,
এভাবে স্বপ্ন পরীর বেশে।
কভু ভুলতে পারিনা তোরে সোনা,
তোর কচি মায়াবী বদন-খানি।,
কি করে ভুলবো তোরে বল দেখি,
তুই ছিলি মোর এ রিক্ত বুকে,
তৃষ্ণার্ত হৃদয়ের একনদী পানি ।
দুঃখ-ব্যথা,জড়া-জীর্ণতা ভুলাতিইস,
হয়ে কল্লোলিত আনন্দ-প্রবাহিণী।
মাঝ রাতে ঘুমের ঘোরে চমকে উঠি,
শোনে তোর কণ্ঠে ধ্বনিত 'মা' ধ্বনি।
খিল-খিলিয়ে হাসতি তুই,
আমায় দেখে দেখে,
তুই-ই ছিলি মোর দুই-নয়নের মণি।
বুকে চেপে তোরে করেছি কত মায়া,
কত না আদর-যতন।
গাল ফুলাইতিস অবুঝ অভিমানে,
অশ্রু-জলে ভাসাইতিস দুচোখ,
যদি না হতো তোর মনের মতন।
অচিন অভিমান বুকে নিয়ে,
সব মায়া ভুলে,
মাকে ফেলে ভিড়াইলি জীবন তরী,
কোন সে নদীর কূলে ।
চলে গেলি বুকের ধন;কোন অজানায়,
কোন না ফেরার দেশে?
আয় ফিরে আয়এ রিক্ত বুকে,
কেন খেলিস লুকোচুরি আমাতে,
এভাবে স্বপ্ন পরীর বেশে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন