আমি নারী

















।। অমর বিশ্বাস ।।

আমি সেই মৃত্যুপুকুরের
ঘোমটা পড়া, বাসন মাজা নারী!
আমি সেই তুলসী তলায়
প্রদীপ জ্বালানো নারী!
আমি সেই পতি সেবা, মাতৃত্বে ভরা
ঝরা পাতার নারী!
আমি সেই নৈরাশ্যের উজানে
বাতি জ্বালানো নারী!
আমি মাতঙ্গিনী, আমি রানী ঝাঁসি
আমি যোদ্ধা, আমি সমাজ গঠনকারী,
আমি মহাকাশে পাড়ি দেওয়া কল্পনা চাওলা!
নই অবলা আমি, আমি দূর্বার ঝঞ্ঝা
আমি ভালবাসা, আমি মহীয়সী
আমি পাহাড়কে শীতল করা
ঝরো ঝরো ঝরনা!
দু'চোখে স্বপ্ন আমার,-----
নয় পুরুষ, নয় রে নারী
নয় বিক্রম,দূর্বলতা,--নয় অবহেলা
শুধুই প্রেম আর মানবতা!
তুমি সূর্য, আমি চাঁদ
আমি মীরাবাঈ, কুসুমের কোমলতা!
আমি বীরঙ্গনা,
আমার দু'চোখ প্লাবনে ভাসে
পূর্ন মানবতা,
সাম্য,----স্বাধীনতা!

আমি সেই নারী!!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ফেব্রুয়ারির গান

নিষ্ঠুর বর্বরতা

নোনাজলের দীর্ঘ শ্বাস