আহাজারী
।। তাহমিনা ছাত্তার ।।
এ ফাগুন নতুন ফাগুন
ফাগুনে নতুন আগুন
কৃষ্ণচূড়ার ডালে ডালে
সাজে তাই খুন মাখা তূণ।
এ তূণে জ্বালা কত
এতকাল বুঝিনি হায়
বরকত-জব্বার তাই আজ
কেবলই কেবল ভাবায়।
ভাষার জন্য প্রাণ দিয়েছো
এতকাল মাথায় ছিলে
কিন্তু সে প্রাণ দেয়ার বেলায়
কত যন্ত্রণায় ছিলে।
করিনি পরিমাপ তার
বুঝিনি তীব্রতা তার
হৃদয়ের গভীরে আজ
সোহেলের হাড় ভাঙ্গা হার।
পাঁজরের হাড় ভেঙ্গে যায়
ভাঙ্গে ঐ হাতেরই হাড়
বা-মাইক্রোর দুর্ঘটনায়
আই সি ইউ র বেডের ওপার।
আমার সোহেল জানায় আমায়
রফিক সালামের বেদনারে
পলাশ শিমুল জানায় আমায়
কোন রঙে সে রাঙেরে।
ছিলো যাঁরা মাথায় আমার
আজ তাঁরা বুকের ভেতর
সোহেল আমায় জাগিয়ে দিলো
মন সাগরে অথৈ সাঁতার।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন