একটি মাস, দুটি জন্ম














।। হাফিজ রহমান ।।

চৈত্রের পোড়ামাটি ছড়ায় উত্তপ্ত নিঃশ্বাস,
সবুজে জড়ানো মাঠ নিশ্চিহ্ন প্রায়,
মাঝেমাঝে বয়ে যায় প্রবল বাতাস,
উত্তরে মধুমতির জলভরা বায়ু
নিয়ে আসে স্নিগ্ধ পরশ!

দুর্ভিক্ষপীড়িত দেশ, স্বজনের মুখে নাই হাসি,
তবুও সোনার দেশ, তবুও তোমায় ভালবাসি।
তোমার আর্তনাদ ধ্বনি মর্মে বিঁধেছিল যার,
চৈত্রের প্রখর দিনে জন্ম তাঁর,
সন্তান সে এই প্রকৃতির,  সোনার বাংলার।

বাংলার নদীনালা ডেকেছিল তাঁরে,
বাংলার ঘাসফুল ডেকেছিল তাঁরে,
বস্ত্রহীন নিরন্ন মানুষ ডেকেছিল তাঁরে,
সমগ্র দুঃখিনী বাংলা ডেকেছিল তাঁরে,
অনেক আদর করে বঙ্গবন্ধু নাম ধরে।

চৈত্রের দাবদাহে পুড়ে যায় ফসলের সুখ,
জেগে ওঠে নিরন্ন মানুষের মুখ,
তদুপরি শোষকের লোলুপ চাহনি,
তাই দেখে জেগে ওঠে মনে তাঁর দ্রোহ ;
দেশমাতাকে ভালবেসে তাই -
তিনিও দিলেন ডাক মুক্তি চেয়ে স্বাধীনতার,
এই আগুনের মাসে,
দুটি জনম তাই সমার্থক হয়ে আছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ফেব্রুয়ারির গান

নিষ্ঠুর বর্বরতা

নোনাজলের দীর্ঘ শ্বাস