নিষ্ঠুর বর্বরতা
















।। তাহমিনা ছাত্তার ।।

তোরা নিষ্ঠুর! তোরা বর্বর!
তাইতো ঘুমন্ত বাঙালির উপর
হানলি আঘাত নিরন্তর।
পৃথিবীর ইতিহাসে নেইকো এমন
স্বাধীনতাকামী জাতিরে দাবাতে
হায়েনার মত করে আক্রমন।
নাম দিলি তোরা অপারেশন সার্চলাইট
তোদের নীল নক্সায় বাদ পড়লোনা
অদ্ভুত ছিল ঢাকার সে নাইট।
একযোগে তোরা হানলি আঘাত
পিলখানা -রাজারবাগ-ই পি আর
চুরমার, বইছে গুলির প্রপাত।
চালালি গণহত্যা, মরলো দেদার
আমার মেধাবীদের রক্তে ভাসে
জগন্নাথ আর ইকবাল হলের করিডোর।
ওরে হায়েনা, ওরে পিশাচের দল!
প্রচন্ড আক্রমণে কাঁপিয়ে তুললি
শাঁখারীবাজার-নওয়াবপুরের আকাশ-মাটি-জল।
ইতিহাসে অসভ্য তোরা,
পুড়ালি পত্রিকা অফিস,গুঁড়ালি শহীদমিনার
ছি! ছি! থুথু, ইতিহাসের ক্ষমা পাবিনা তোরা।
গণহত্যার এই শোকের বসন
নয় শুধু বাঙালির, নয়রে একার
বিশ্ব মানবতা জাগুক ক্ষোভে,করুক রোদন।
আন্তর্জাতিক গণহত্যা দিবসে চিহ্নিত হোক
সকল নিষ্ঠুরতার অবসান হোক
পৃথিবী জুড়ে স্বাধীনতাকামী মানুষের জয় হোক।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ফেব্রুয়ারির গান

অরক্ষিত জনপদ