এপিটাফের কথন



।। মোরশেদুল আমিন শাহিন ।।

আমার মৃত্যুর পর কবরের উপরে কোন এপিটাফের প্রয়োজন নেই-
কষ্টের খরতাপে শুষ্ক লতা গুল্ম দেখে তোমরা বলতে পারবে
বেদনায় নীল হতে হতে কষ্ট বন্ধুর অতৃপ্ত হৃদয়;

চৌচির মাটির ফাটল দেখে বুঝেনিও আদরহীন একটা জীবন
যার অবহেলায় অযত্নে কেটে গেছে জীবনের পুরোটাই ,

কোন নিশুতি রাতে জ্যোৎস্নার পরিবর্তে ঘুট ঘুটে অন্ধকার দেখলে বুঝবে
এ হৃদয় ছিল রমণীর ভালবাসাহীন অথবা যাতনাহীন ভালবাসা ।

খর চৈত্রের এ মৃত্যুতে শিমুলের তুলো ঝরা
দিক থেকে দিগন্তে বিস্তৃত হয়েছে ধূসর আরও।
তোমাদের বিরক্তির শেষ লালিমা মুছে সস্থির ঢেঁকুর হবে অত:পর! 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ফেব্রুয়ারির গান

নিষ্ঠুর বর্বরতা

নোনাজলের দীর্ঘ শ্বাস