আমার মনপোকারা
।। মোরশেদুল আমিন শাহিন ।।
স্মৃতি গুলো ঘূণেপোকা হয়ে ভিতরটা কি যতনে খেয়ে যায়!
ক্ষয়ে যায় আমার জমানো সব সম্বল - ভোরের আলো, ফিঙের ডাক
সময়েরা আঁধারে ডুবে যাচ্ছে একটুও টের পাচ্ছে না কেউ
এতো যে ভিড় কোলাহল মুখর যাপিত জীবন যতিচিহ্ন নেই কোথাও
শুধু ঘূণপোকা বিরামহীন বিনাশ করে যাচ্ছে ইচ্ছে গুলো।
ঘূণপোকার ধ্বংসযজ্ঞ শুরু হয়েছিলো আদিপাপ থেকে
তারপর স্বর্গ থেকে আদম চূড়া, ট্রয়, ফারাও, ব্যবিলন ,বাইজেন্টাইন
ঘূণপোকার এক দণ্ড বিশ্রাম নেই।
নিঃশেষ হয়ে যাচ্ছে জীবনের পর জীবন সভ্যতার পর সভ্যতা
ঘূণপোকারা সীমানা চেনেনা, সভ্যতা জানেনা, মায়াহীন এক বিনাশী মনপোকা।
তানুর জন্য লেখাটি এখানে এলো। আমি আপ্লুত।
উত্তরমুছুনআমরা আমাদের লেখাগুলো সবার মাঝে ছড়িয়ে দেবো ...এই প্রত্যয়েই আমাদের একসাথে পথচলার শুরু এই সাহিত্য অঙ্গনে ... আগামীর আমরাই সাহিত্য জানালাকে নিয়ে যাবো অনেক দূরে ...।।
উত্তরমুছুন