ফেরারী স্বাধীনতা
।। আব্দুল্লাহ আল মোজাহিদ ।।
স্বাধীনতার প্রকৃত অর্থ কি--- আজও জানা হলো না
তবু আজও হন্যে হয়ে ছুটি স্বাধীনতার পিছু-পিছু
কিন্তু, বড়ই দুর্ভাগ্য আমার :
স্বাধীনতা আমায় ধরাই দিলো না !
আজও উদয়াস্ত স্বাধীনতার পিছু-পিছু ছুটি
কখনো বা স্বাধীনতাই আমায় তাড়া করে ;
স্বাধীনতার এক সুন্দর নাম দিয়েছি আমি---
আমার কাছে স্বাধীনতা মানে কিছু রক্ত,
আর ক'টা তাজা-তাজা মৃতদেহ ;
বাঁচার জন্য আর্তনাদ
নিষ্পাপ প্রাণের !
স্বাধীনতাকে বহুজায়গায় খুঁজেছি আমি---
খুঁজেছি ইরাক সিরিয়া লেবাননে,
রক্তিম আর্দ্রমাটিতে, পোড়াবস্তিতে,
আফগানের রণক্ষেত্রে, আরাকানের পাহাড়ে,
আয়লানের নিথরদেহে !
ভূমধ্যসাগর গ্রাস করে আমার অভিবাসীপূর্ণ তরী !
তবুও নির্বাক মানবতা :
ওরা সীমান্ত খুলে দেয়নি !
রক্ত যেখানে শীতল, সেথায় ধর্মের জোর কিসে ?
গহীন অরণ্যে ভাগাড়ে আবিষ্কৃত হয়
আমার মৃতদেহ !
আজও আমার পাঁজরে অক্ষত গোলার আঘাত,
আমার বুকের রক্ত দিয়ে তোমরা খেলেছ হোলিখেলা,
জান বাঁচাবার তাগিদে, শুধু জান বাঁচাবার তাগিদে
ভিটেমাটি ছেড়ে পালিয়েছি বারংবার !
স্বদেশের মাটিতে আমার আশ্রয় হয়নি কোথাও,
শুধু রোহিঙ্গা বলে, সাঁওতাল বলে,
তোমরা আমায় বাস্তুহারা করেছ !
হে ফেরারী স্বাধীনতা !
কেন খেলো এমন লুকোচুরি খেলা ?
তোমাকে আলিঙ্গন করার বড় সাধ জেগেছে আমার...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন