কেউ নেই আজ তাদের পাশে


।। ফয়জুস সালেহীন ।।

অশান্তির আগুন দাউদাউ করে জ্বলে,শান্তিতে নোবেলধারীর মুল্লুকে।
" অহিংসাই ধর্ম" আজ কেবলি মুখের বুলি।
হিংসার বিষবাষ্পে ছেয়ে গেছে রাখাইনের উপত্যকা,অলিগলি।
জীবহত্যাকে ওরা মহাপাপ বলেই জানে।
কিন্তু রোহিঙ্গারা যেন জীব নয়, প্রাণহীন জঞ্জাল!
তাইতো নির্দ্ধিধায় নির্বিচারে তাদের নিধনের উৎসবে মেতে উঠে।
অধিকারগুলো তাদের, কবেই হয়েছে বুটের তলায় পিষ্ট।
শুধুমাত্র বেঁচে থাকার অধিকারটাই ছিলো অবশিষ্ট।
কিন্তু তাতেও হানা দেয় জগৎ এর সকল প্রাণীর সুখ কামনাকারীরা।

বেঘোর ঘুমে আচ্ছন্ন আজ বিশ্ব বিবেক।
তাইতো তাদের কর্ণকুহরে প্রবেশ করেনা রোহিঙ্গাদের আর্ত চিৎকার।
রোহিঙ্গাদের রক্তাক্ত দেহগুলো তাদের সহানুভূতিতেও সুড়সুড়ি দিতে ব্যর্থ।

মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে খড়কুটো হিসাবে ওরা খোঁজে সাহায্যের প্রসারিত হাত।
কিন্তু জঞ্জালের পাশে কে দাঁড়াবে?
কেউ নেই আজ তাদের পাশে।
রোহিঙ্গারা অকাতরে তাই প্রাণ বায়ুটা বিলিয়ে দিয়ে-
জঞ্জালমুক্ত করবে মায়ানমারকে।
জঞ্জালমুক্ত করবে পৃথিবীকে।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ফেব্রুয়ারির গান

নিষ্ঠুর বর্বরতা

নোনাজলের দীর্ঘ শ্বাস