মানবের এই নাট্যশালায়
।। তানজিলা ইয়াসমিন ।।
কোন বাঁধন আজ আর টানে না মানব মন;
পথের সাথে করেছি আজীবনের সখ্যতা যখন।
ভবঘুরে জীবন আমার ধুলোপড়া জমিন; –
কিসের লাগি ছুটছি আজো করি তারই সন্ধান;
মানবের এই নাট্যশালায় আমি যে আর পারছিনা
সত্ত্বাকে বিলিয়ে শুধু খোলসে ডুবে যেতে।
সৃষ্টি আমায় রোজই টানে, বাউল হল মন; –
ভবের মায়ায় আর কতকাল? এবার সাধন করি চল!
মন মাঝারে কিসের লড়াই তুই আমি রোজ করি;
ওরে! ডাক দিলে সাঁই যাবি যে সব ফেলি।
কে বলেরে বাউল মন আজ পাগলা কথাই ভাবে
হৃদয় শোধন না হলে তোর কেমনে মরণ হবে!
কোন বাঁধন আজ আর টানে না মানব মন;
পথের সাথে করেছি আজীবনের সখ্যতা যখন।
ভবঘুরে জীবন আমার ধুলোপড়া জমিন; –
কিসের লাগি ছুটছি আজো করি তারই সন্ধান;
মানবের এই নাট্যশালায় আমি যে আর পারছিনা
সত্ত্বাকে বিলিয়ে শুধু খোলসে ডুবে যেতে।
সৃষ্টি আমায় রোজই টানে, বাউল হল মন; –
ভবের মায়ায় আর কতকাল? এবার সাধন করি চল!
মন মাঝারে কিসের লড়াই তুই আমি রোজ করি;
ওরে! ডাক দিলে সাঁই যাবি যে সব ফেলি।
কে বলেরে বাউল মন আজ পাগলা কথাই ভাবে
হৃদয় শোধন না হলে তোর কেমনে মরণ হবে!
সুন্দর লেখা।
উত্তরমুছুনধন্যবাদ ...।
উত্তরমুছুনদারুণ
উত্তরমুছুন