বীরের অঙ্গ যার
।। তাহমিনা ছাত্তার ।।
চিনেছো আমায়?আমি বীরাঙ্গনা, না লজ্জা পেয়ো না,
লজ্জায় মুখ ঢেকো না।
এতকাল বোকার মত লুকিয়েছি মুখ
আড়াল করেছি, অন্ধকারে কেঁদেছি
বুঝতে পারিনি বলে।
তাইতো মিলিটারীগুলো যখন
করেছে উলঙ্গ আমায় সন্তানের সামনে
চেতনালুপ্ত না হওয়া পর্যন্ত চালিয়েছে নারকীয় উল্লাস
করেছে ছিন্ন ভিন্ন, খুবলে খেয়েছে সারা শরীর
কামড়ে স্তনের বোঁটা ছিঁড়ে ফেলেছে
কোলের শিশুকে আর দুধ দিতে পারিনি
ওই স্তন থেকে, তখনও বুঝিনি।
মহামানব বঙ্গবন্ধু বুঝেছিলেন,
তাই বাঙ্কার -ক্যাম্প থেকে তুলে এনে
মুক্তিযোদ্ধার পাশাপাশি আমায় বলেছেন বীরাঙ্গনা,
যুদ্ধে মুক্তিযোদ্ধার অঙ্গহানী হয়েছে, আমারও।
অথচ আমি কত বোকা!
লুকিয়েছি অন্ধকারে, কোনঠাসা লোকের বিদ্রুপে
ত্রিপুরা গেছি লুকিয়ে, ছেঁড়া শরীরে সেলাই নিতে
গর্ভপাত ঘটাতে। আমি বীরাঙ্গনা জেনে মেয়েকে
আমার মেরে ফেলেছে তার শশুর বাড়ির লোকেরা।
আমি নিজেকে আড়াল করেছি, গোপনে কেঁদেছি।
শোন বাংলার লোকেরা,
শাব্দিক অর্থেই আজ আমি আমার ক্ষতিপূরন চাই
মুক্তিযোদ্ধার সম্মান চাই, স্যালুট চাই
বীরের অঙ্গ আমার,
লাল সবুজের পতাকায় আর বাংলার মাটিতে
আমার রক্তও যে মিশে আছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন