কাজল চোখ
।। মোরশেদুল আমিন ।।
আপন মনে হেঁটে চলছি
অগ্রহায়ণের পাকা ধানের আইল ধরে
পূবের বেলা অনেকটাই মিঠেকড়া এখন
মিঠেকড়া সেই চোখের মত যে ভাষা
এখনো আমার কাছে দুর্ভেদ্য গহীন সবুজ।
কাজলে কাজলে মায়ায় মায়ায় নবান্নের ঘ্রান
বাইলের বেড়ার ফাঁকে একজোড়া চাহনি
গামছার আঁচলে মায়ার ফোঁটায়
বেঁধে দিয়েছ বেঁধে নিয়েছ আপনমনে আনমনে
আমার পাকা ধানের সর্বত্র সেই কাজল চোখ।
ঐ চোখের গহীনে যখন সন্ধ্যা নামে
ডাহুক পাখিরা ফিরে যায় আপন নিবাসে
বাউলের বাঁশির সুর বাঁধে সেই চোখের দিগন্ত রেখায়
ফলিত ধানের গোপন শরীরের মত
তোমার কাজল চোখের গহীনে হারায় আপন মন।
আপন মনে হেঁটে চলছি
অগ্রহায়ণের পাকা ধানের আইল ধরে
পূবের বেলা অনেকটাই মিঠেকড়া এখন
মিঠেকড়া সেই চোখের মত যে ভাষা
এখনো আমার কাছে দুর্ভেদ্য গহীন সবুজ।
কাজলে কাজলে মায়ায় মায়ায় নবান্নের ঘ্রান
বাইলের বেড়ার ফাঁকে একজোড়া চাহনি
গামছার আঁচলে মায়ার ফোঁটায়
বেঁধে দিয়েছ বেঁধে নিয়েছ আপনমনে আনমনে
আমার পাকা ধানের সর্বত্র সেই কাজল চোখ।
ঐ চোখের গহীনে যখন সন্ধ্যা নামে
ডাহুক পাখিরা ফিরে যায় আপন নিবাসে
বাউলের বাঁশির সুর বাঁধে সেই চোখের দিগন্ত রেখায়
ফলিত ধানের গোপন শরীরের মত
তোমার কাজল চোখের গহীনে হারায় আপন মন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন