রৌদ্রের বিষণ্ণতা


।। তানজিলা ইয়াসমিন ।।

চেনা পথের রূপান্তর যেন পাহাড়ে;
মৃত্তিকা পরে অপেক্ষার সবুজের ঘ্রাণ
বনফুল একাই কেঁদে যায় অবহেলায়
সময়ের পরিবর্তন এখন পাঁজরে রক্তাক্ত
পিঁপড়ের দল ছুটে যায় ক্লান্তিহীন স্রোতে
বন্ধ কপাট ঝড়ের কবলে এপাশ ওপাশ,

বৃদ্ধ গল্প মাঝে মাঝে মুখ লুকায় গুহায়
পড়ে থাকা বিশ্বাস হয় মৃৎসার বাস্তবতায়!

উঠোনের ছায়ার পরে রৌদ্রের বিষণ্ণতা;
পারিজাত ফুল সাক্ষী সেদিনের ঝরে পড়ার
মিথ্যে বন্ধনের কি বাহারি রংচটা সাজগোজ
সত্যি হয়তো সাদা থেকেও হঠাৎ ওঠে রং
মরচে ক্ষণের স্যাঁতস্যাঁতে জঙ্গলী ছায়াপথ
আঁধারেও উজ্জ্বল অবহেলার আলোর গতিপথ!!!

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ফেব্রুয়ারির গান

নিষ্ঠুর বর্বরতা

নোনাজলের দীর্ঘ শ্বাস