ভালবাসার আহ্বান


।। আদিত্য আরেফিন ।।

হৃদয়ের সমস্ত ভালোবাসা শুধুই তোমার,
চিরতরে দিয়েছি মন,দিতে পারি প্রাণ।
তোমার তরে লিখেছি কবিতা হাজারে হাজার,
এই কন্ঠে গেয়েছি আরও কত শত গান।
ভালোবাসার ডাকে দিয়ো সাড়া,
এ আমার ভালবাসার আহ্বান।

তাকালে একবার তোমার পানে,
ভালো লাগেনা ঐ নীল আসমান।
তোমার শূণ্যতায় যাই বিরহে ডুবে,
চোখের কোনে আসে প্রবল বান।
থেকো কাছাকাছি জীবন-মরনে,
এ আমার ভালবাসার আহ্বান।

শুনলে তোমার মধুর কন্ঠ,
বড় বেমানান লাগে পাখির কলতান।
শোন একটি অনুনয়, করোনা প্রত্যাক্ষান,
ঐ কন্ঠে আমায় শুনাবে প্রেমের গান।
এ আমার ভালবাসার আহ্বান।

আমায় ছেড়ে, তুমি থাকলে খানিক দূরে,
দিবানিশি আকুল মন করে আনছান।
ভালবেসে কাছে এসো, ওগো প্রিয়া,
করে দিতে সকল দুঃখের অবসান।
আমার পাশে থেকো আমৃত্যু ব্যাপিয়া
এ আমার  ভালবাসার আহ্বান।

তুমি অন্তরে সুখের নির্মল ছায়া,
প্রাণহীন নিথর দেহের চাঞ্চল্যকর প্রাণ।
তোমায় ছেড়ে যায় না থাকা,
প্রতিক্ষণেই মনকে বাঁধে পিছুটান।
স্বপ্ন সাজাবে আমায় নিয়ে,
এ আমার ভালবাসার আহ্বান।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ফেব্রুয়ারির গান

নিষ্ঠুর বর্বরতা

নোনাজলের দীর্ঘ শ্বাস