ভালো আছি


।। তানজিলা ইয়াসমিন ।।

ভালো আছি, খুব ভালো আছি-
এখন আর রোদের ছায়া আসে না
আমার উঠোনের ব্যস্ত স্মৃতিতে;
ভালো আছি, খুব ভালো আছি
হয় না নতুন কোনো গল্পের মিষ্টি
কথার পরিসমাপ্তির নিত্য লিখন;
ভালো আছি, খুব ভালো আছি
আলো আঁধারির মাঝে কোনো
অদেখা ছায়ার অতলে ডুবে যাই
পাই না ফেরার পথ শুধুই পরাজিত;

ভালো আছি, খুব ভালো আছি
সময়ের পাল তোলা নৌকায় ভেসে
তীরের আশায় ঢেউয়ের বুকে;
ভালো আছি, খুব ভালো আছি
দীর্ঘশ্বাসের শব্দ মিশে কবিতায়
যেন অনেক অপেক্ষায় নতুনের;
ভালো আছি, খুব ভালো আছি
খুঁজো না কোথাও রেখে দাও
সব কথা গুলো কবিতার বুকে
মিলিয়ে নেবো সূর্যোদয়ের ছোঁয়ায়;

ভালো আছি, খুব ভালো আছি
রাতের আকাশে তাকিয়ে ভবিষৎ
চোখের তারায় লুকিয়ে যন্ত্রণা
দেখোনা রাত যে এখানেই লুকানো!!!

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ফেব্রুয়ারির গান

নিষ্ঠুর বর্বরতা

নোনাজলের দীর্ঘ শ্বাস