সে খুন হয়ে গেছে


।। জাবেদ এ ইমন ।। 
তাকে খুন করার আগে, কেবল একবার-ই সে উড়ে যেতে চেয়েছিল।
তারপর জোছনা ঢেলে দিয়ে বলল ডুবিয়ে দাও সমুদ্র ফেনায়।
সে খুন হয়ে গেছে একটা ঝলমলে রোদ কিনতে গিয়ে
বিষোদ সাগরের তলায়।
সে খুন হয়ে গিয়েছে সেই অপ্রত্যাশিত জোছনার আগমনে।
সে খুন হয়ে গেছে যে জোছনা রোদ কামনা করে গভীর রজনীতে।
সে খুন হয়ে গেছে রোদ নিজ উঠানের ওলানে জোছনা চায় নি বলে।
খুন হওয়ার আগে সে একবার-ই উড়ে যেতে চেয়েছিল।
তারপর খুন হয়ে গেছে জোছনায় মাখামাখি হয়ে বিষোদ সাগরের তলায়।
সে খুন হয়ে গেছে.......... 

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ফেব্রুয়ারির গান

নিষ্ঠুর বর্বরতা

নোনাজলের দীর্ঘ শ্বাস