সীমান্ত কাঁটাতার
।। সৈয়দ সাইকোপ্যাথ তাহসিন ।।
আপাতত দু'দন্ড অবসর
কবিতা আমি ফিরবোই অপেক্ষায় থেকো,
সেদিন সন্ধ্যা-মালতি হয়ে
কিছু জোঁনাক পোকা জ্বলবে
আমি ফিরবোই এক চিলতে মনে রেখো ।
অমাবস্যার অন্ধকারে ডুবে যাচ্ছি
নির্লিপ্ত ভাবে দু'হাত বাড়িয়ে,
কত প্রতীক্ষা রোজ বেনাপুলের সীমান্তে
নিস্তব্ধ উচ্ছ্বাসে দাঁড়িয়ে ।
কাঁটাতারের বেড়ায় আঁটকে থাকে হৃদয়
সীমান্তে দাঁড়িয়ে অতন্দ্র প্রহরী,
হাতে রাইফেল, বুলেট, বেয়োনেট
আমার থমকে থাকে মনের ছোট্ট নগরী ।
সীমান্তরেখায় রক্ত লেগে অশুদ্ধ কাঁটাতার
অশুদ্ধ হই আমি, নিষিদ্ধ পারাপার ।
হল্ট, দাঁড়াও!
দু'হাত বাড়াও ।
কিছুক্ষণ সময় চেয়ে আশ্রয় নেব তাই,
ঘন কালো চুল বাতাসে উড়ুক
কিছু ছাইপাঁশ দূরত্ব'রা সরুক
আমি যত দূর যাব, যত দূর যেতে চাই ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন