বসন্তের ফুলের মালা


।। লায়লা মুন্নী ।। 

বসন্তের এই মাতাল দিনে, কোথায় আছো তুমি? হারিয়ে গেছো? 
কি ভেবেছো?তোমায় পাবোনা আমি? 
ফুল বাগানের মালির মতো, ভ্রমরের গান শুনবো যখন, 
তোমায় যেনো চুপটি করে খুঁজে নিবো আমি তখন । 
আমার কিন্তু বুদ্ধি এমন, দেখে ভাবো সাদা কালো, 
তোমার রঙটি আমি কিন্তু হাজার রঙেও চিনি ভালো।

গোলাপ যখন হও তুমি, লাল রঙটি তোমার থাকে, 
ভালোবাসাবে বলে তোমার দুচোখ কেবল স্বপ্ন আঁকে। 
হও যখন ঝড়া বকুল,বোকা নই আমি খুজবো মুকুল। 
ঝড়া ফুলের মধ্যে তোমার শ্বেত শুভ্রে হই যে ব্যাকুল। 
কদম যখন হও তুমি,গন্ধে তোমার মাতাল আমি। 
বৃষ্টিভেজা কদম থেকে তোমার মধুর পরশ পেতে, 
হলদে সাদা রঙটি তোমায় খুজে নেই যে আনন্দতে।

অপরাজিতা হবে তুমি?নীল কাব্যে ঘুমপাড়ানি? 
তবুও জেনো ঘুমটি তোমার ভাঙিয়ে দেবো আমি তখনি। 
আমার মনের বাগান থেকে তোমায় আমার খুজে পেতে। 
একটু সময় লাগবে না তো,ফেলে দিলাম ভাবনাতে তো? 
থাক ভুলে যাও গোলক ধাঁধা,আমার মনে পড়েছো বাঁধা। 
আমার চোখ এড়িয়ে তুমি, থাকো যদি জানবো আমি? 
তোমায় আমি ভালোবাসি,হাজার বার তাই বলে বসি। 
তাই বলে কি এমন করে, পালিয়ে যাবে হাতটি ছেড়ে।

কাছে আসবেনা? তবে ভালো থেকো, এই বসন্তে আমায় মনে রেখো। 
আমায় মনে পড়লে তোমার, 'ফুলের মালা ' বলেই ডেকো।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ফেব্রুয়ারির গান

নিষ্ঠুর বর্বরতা

নোনাজলের দীর্ঘ শ্বাস