একুশের বার্তা
।। নাজমা পারুল ।।
বার্তা পেলাম লাল খামে
একুশ নাকি আসছে ধামে,
রক্ত-জোয়ার ঢেউয়ের ভাঁজে
নোনা স্বাদের ফেনা তুলে
বাংলা ভাষার বিজয় নিয়ে।
তাই তো এত আগুন বনে
লাল পলাশে ফাগুন সাজে;
কৃষ্ণ চূড়ার লাল আভাতে
সিঁথির সিঁদুর ঝলকে ওঠে
সূর্য হাসে সেই চেতনার রাগে
লাল শিমুলের পাপড়ি ছুঁয়ে!
ইচ্ছে করে পাখি হয়ে-
উড়াল দেই আগুন বনে
পলাশ,শিমুল,কৃষ্ণ চূড়ার
রক্ত-লালে স্মৃতির খোঁজে!
সালাম,রফিক,জব্বার আর
বরকত সহ অনেক ভাইয়ের
স্মৃতি-চিহ্ন ফাগুন আনে!
গাছে গাছে ফুলের মেলা
বিষাদ মাখা সুবাস যেন
ধূসর-হরিৎ ভুবন মাঝেও
বিজয় গাঁথা স্মরণে আসে!
লাল সালাম ভাষার দাবী;
রক্ত ঝরা একুশে ফেব্রুয়ারী।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন