একুশের ভোরে
।। শহীদ আহমেদ ।।
সালাম,বরকত,
রফিক,জব্বার,
নাম গুলি যেন এক
একটি মহাকাব্য।
তাঁদের রক্তে ভেজা
সেদিনের সেই জামা,
তোমাদের পবিত্র বাহান্ন,
পবিত্রময় একুশ,
পবিত্রতম একাত্তর।
ধারাবাহিক পরিক্রমায় অর্জন-
ঐ সুবিশাল লাল-সবুজ
খচিত পবিত্র পতাকা,
এ জন্মভূমি,এ বাংলা।
কি অদ্ভূত!
আবহমান কালে
মানব ইতিহাসে,
আর কোন জাতি
তার ভাষার সম্মান
রক্ষার্থে জীবন দেয়নি-
প্রতিবাদী হয়ে,
মিছিলে-শ্লোগানে,
বুলেটের সামনে।
তাইতো-
সালাম,বরকত,
রফিক, জব্বার নামগুলি-
এক একটি মহাকাব্য
এই বাংলায়।
কি এক অমোঘ টানে
প্রতি একুশের ভোরে
হাতে ফুল, খালি পা'য়
প্রভাত ফেরিতে যাই,
হাজারো কন্ঠে শুনি
বেদনাতুর চিরচেনা সুর।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন