একুশের তাৎপর্য
।। লায়লা মুন্নী ।।
বলতে পারো একুশ কেনো বারে বারে আসে ফাগুনে?
তবে কি একুশ থাকে দুপুর রোদের আগুন ঝরা দিনে।
বলোতো দেখি একুশে কৃষ্নচূড়া কেনো রক্তলাল হয়?
তবে কি একুশ মানে লাল রক্ত তোমার আমার পরিচয়।
বলোতো একুশেই তারুণ্য কেনো উত্তাল হয়ে আসে,?
তবে কি একুশে বিশ্ব জয়ের স্বপ্নগুলো তরুন চোখভাসে।
বলতো এবার একুশ কেনো "মোদের গর্ব মোদেরআশা"?
তবে কি একুশ মানে আমার মায়ের মুখের ভাষা।
বলো দেখি একুশ কেনো " আমার ভাইয়ের রক্তে রাঙানো" অমর সুরের গান? ,
তবে কি একুশ মানে লাল রক্ত তোমার আমার পরিচয়।
বলোতো একুশেই তারুণ্য কেনো উত্তাল হয়ে আসে,?
তবে কি একুশে বিশ্ব জয়ের স্বপ্নগুলো তরুন চোখভাসে।
বলতো এবার একুশ কেনো "মোদের গর্ব মোদেরআশা"?
তবে কি একুশ মানে আমার মায়ের মুখের ভাষা।
বলো দেখি একুশ কেনো " আমার ভাইয়ের রক্তে রাঙানো" অমর সুরের গান? ,
তবে কি একুশ মানে সালাম, বরকত, রফিক, জাব্বার আর লাখো শহীদের প্রাণ।
বলবে আমায় একুশেই কি স্বাধীনতা আর বিজয়ের গোরাপত্তন?
তবে কি একুশ মানে মাতৃভাষা, জন্মভূমি,তোমায় ভালোবাসি মায়ের মতন।
বলতে হবে একুশ কেনো আমার এমন সমৃদ্ধ ঐতিহ্য, ইতিহাস?
তবে কি একুশ মানে আমার জন্ম,আমার মৃত্যু আমার শেষ নিঃশ্বাস।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন