কথোপথন





















।। হাফিজ রহমান ।।


তার সাথে কথা হয়, কিযে বলি, কেন বলি, কিভাবে বলি, কিছুই কি মানে হয়?
এই যে যেমন:

: তোমার আকাশে চাঁদ আছে?
: চাঁদ কোথায়? খটখটে রোদ। একটু মেঘ আছে, হয়ত বৃষ্টি হবে। আষাঢ়ের মেঘতো!
: আমার মনেই থাকেনা, আমার এখানে রাত, আরো পরে চাঁদ উঠবে। আমি হয়তো দেখতে পাবোনা, ঘুমিয়ে যাবো!
আচ্ছা,  তোমার টবে ফুল ফোটে?
:ফোটেতো,  একটা লাল গোলাপ ফুটে আছে, তোমাকে দেবো।
:কি করে নেবো? আমি যে দূরে, যোজন যোজন!
: মন দিয়ে নাও!
: কি যে হয় ছাই, ভালো লাগেনা কোনকিছু!

তারপর সুনশান, চারদিক নৈঃশব্দ্য ছেয়ে থাকে, কিযে এক অস্থিরতা ঘিরে রাখে।

:আচ্ছা, এটা কি নেশার মত?
: কোনটা?
: এইযে কথা বলা। কত কিযে বলি,
কিছু মানে হয়, কিছু হয় প্রলাপ,
কিছু তো  মনেও থাকেনা।
:প্রেমে পড়লে এমন হয়। তুমি প্রেমে পড়েছো, হা হা হা............

তারপর যতক্ষণ যায়, তোমার হাসির শব্দ প্রতিধ্বনি হয়,
আমার হৃদয় গুহায়
বারবার যেন বলে যায় ভাল আমি বেসেছি তোমায়!

তবুও সজাগ হই। নিজেকে শাসাই, তোমাকেও বলি, অত প্রশ্রয় দিওনা মেয়ে,
নিজের দিকে চেয়ে একটু কঠোর হও! মাঝেমধ্যে ধমক ধামক দাও!

তোমার জন্য মরতে পারিনা,
আরেক জীবন বাঁচতে পারি
যদি হাত বাড়াও!
সত্যি আমি আসবো, তুমি
যদি সাহস দাও।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ফেব্রুয়ারির গান

নিষ্ঠুর বর্বরতা

নোনাজলের দীর্ঘ শ্বাস