অবাক পৃথিবী




















।। মোঃ আতাউর রহমান ।।
আম্র কাননে ছাপ ছাপ রক্ত
ঢাকা মেডিকেলের কোল ঘেঁষে
একুশে ফেব্রূয়ারীর ঐতিহাসিক দিনে
১৯৫২ সালে পূর্ব বাংলার রাজধানীতে
অাজি হতে অর্ধশত বর্ষ আগে
ওরা কারা দিয়ে গেল প্রাণ?


অবেলায় হেলা ফেলায় সালাম বরকত
জব্বার রফিক সফিক হলো তিরোধান
ঘাতকের গুলিতে ক্ষণিকের মধ্যে
বাংলা ভাষার জন্যে
মাতৃভাষার জন্যে।

পৃথিবী অবাক! শুধু ভাষার জন্যে
দিয়ে গেল প্রাণ এ কোন জাতি?
সে এক বীরের জাতি বাঙালি জাতি
যারা মায়ের ভাষায় কথা বলে
রাখে বাংলা বর্ণমালার মর্যাদা অম্লান
রাখে অটুট বাংলা ও বাঙালির মান সম্মান।

শুধু বাংলা ও বাঙালিই নয়
ছড়িয়ে গেল সারা জগৎময়
গর্বিত সারা বিশ্ব ভ্রহ্মান্ড
দৃঢ় প্রতিজ্ঞ রাখিতে নিজ ভাষার মান
বাংলাদেশের মতো বাঙালি জাতির মতো
সকল জাতি হতে চায় মহীয়ান
ঘোষিত হলো জাতি সংঘের ফরমান
দিয়ে জিন্নার মুখে থু থু, ছাঁই
হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
সেটা আর কি একুশে ফেব্রূয়ারী।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ফেব্রুয়ারির গান

নিষ্ঠুর বর্বরতা

নোনাজলের দীর্ঘ শ্বাস