অরক্ষিত জনপদ
।।হাফিজ রহমান ।।
বাগানের সতেজ ফুলগুলো জড়ো করে
একটা প্রিয় মালা গাঁথি।
তারপর দিবসের প্রথম প্রহরে,
অতি বিনয়ের সাথে নগ্ন পায়ে শহিদ মিনারের
বেদীমূলে রেখে শ্রদ্ধায় স্মরণ করি!
শহিদের দেহগুলো পড়েছিল এখানে ওখানে,
প্রাণগুলো আজ এই মিনারের গায়ে বসে থাকে।
আমরা অতি শ্রদ্ধায় ফুল দেই, শহিদেরা হাসে,
শহিদেরা ফুল ভালবাসে!
ফুলের আড়ালে যে স্বার্থপর, নগ্ন, লোভী মন,
তাকে শহিদেরা খুব ঘৃণা করে,
যেমন ঘৃণা করেছিল তারে,
মুখের থেকে মায়ের ভাষা নিতে চায় যে কেড়ে!
আমাদের মনগুলো পড়ে ফেলে সকল শহিদ,
চরম ঘৃণাভরে ফিরে চলে যায়,
আমরা তৃপ্তি নিয়ে ফিরে আসি অরক্ষিত জনপদে,
যেখানে মায়ের ভাষা খায়,
লোভী বিদেশী ভাষায়!
একটা প্রিয় মালা গাঁথি।
তারপর দিবসের প্রথম প্রহরে,
অতি বিনয়ের সাথে নগ্ন পায়ে শহিদ মিনারের
বেদীমূলে রেখে শ্রদ্ধায় স্মরণ করি!
শহিদের দেহগুলো পড়েছিল এখানে ওখানে,
প্রাণগুলো আজ এই মিনারের গায়ে বসে থাকে।
আমরা অতি শ্রদ্ধায় ফুল দেই, শহিদেরা হাসে,
শহিদেরা ফুল ভালবাসে!
ফুলের আড়ালে যে স্বার্থপর, নগ্ন, লোভী মন,
তাকে শহিদেরা খুব ঘৃণা করে,
যেমন ঘৃণা করেছিল তারে,
মুখের থেকে মায়ের ভাষা নিতে চায় যে কেড়ে!
আমাদের মনগুলো পড়ে ফেলে সকল শহিদ,
চরম ঘৃণাভরে ফিরে চলে যায়,
আমরা তৃপ্তি নিয়ে ফিরে আসি অরক্ষিত জনপদে,
যেখানে মায়ের ভাষা খায়,
লোভী বিদেশী ভাষায়!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন