তুমি রবে নীরবে





















।। হাফিজ রহমান ।। 

যখন কেউ ছিলনা চারপাশে,
দুঃখেরা দিনরাত অট্টহাসি হাসে,
চারিদিক ছেয়েছিল নিদারুণ কষ্টের রাশি,
সেসময় এসেছিলে বন্ধুর দাবী নিয়ে,
বলেছিলে, ভালবাসি।
আজ দেখ, দুঃখেরা মেনেছে হার,
সুখের পাখি ডানা ঝাপটায় চারপাশে আমার,
জীবনের কঠিন পথ এসেছি পেরিয়ে,
ভুলিনি তোমারে কভূ তবু কেন দূরে হায়-
দেখি সংকোচে তুমি দাঁড়িয়ে।
তোমাকে ভুলিনি তো কখনও আমি,
আমার ভাবনায় তুমি আছো দিবাযামী,
আমার সমগ্র অস্তিত্বে বিশ্বাস আর অনুভবে,
তুমি আছো, সংকোচ কেন হায়,
তুমি ছিলে, রবে নীরবে!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ফেব্রুয়ারির গান

নিষ্ঠুর বর্বরতা

নোনাজলের দীর্ঘ শ্বাস