সুনয়নার দু'আঁখি তে


।। তানজিলা ইয়াসমিন ।।

সে তো সেই রোদ ভরা মেঘের ভাঁজে ই
সাজিয়ে দিয়েছি সন্ধ্যা আলোয়!
প্রভাতের আলোয় চোখ মেলে তুমি
একবার ছুঁয়ে দিও!

দেখো বাতায়ন জুড়ে কি সুখের হিল্লোল তোমাকে ঘিরে,
ফিরে আসা সুনয়না শুধু কাব্যের শব্দ নয়!
বিচ্ছেদ মুহূর্তের জ্বলন্ত প্রদীপ শিখা
কি উল্লাসে জ্বলে যায় নির্দ্বিধায় সোহাগের চঞ্চলতায়!

দীর্ঘ প্রতীক্ষা কেবল কালজয়ী হতে নয় মাঝে মাঝে-
সাধারণ হয়েও চিরদিন ভালোবাসার মূর্ত প্রতীক!
এসো হাত বাড়িয়ে অপেক্ষার আঙিনায় একদন্ড-
দাঁড়িয়ে সন্ধ্যার জোৎস্নার আলো মেখে দাও
সুনয়নার দু'আঁখি তে!

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ফেব্রুয়ারির গান

নিষ্ঠুর বর্বরতা

নোনাজলের দীর্ঘ শ্বাস