অপ্রকাশিত প্রেম
।। আদিত্য আরেফিন ।।
আমি জানি,
তুমি আমায় বড্ড বেশি ভালবাস।
তুমি খুব করে চাও,
কিন্তু পারোনা মুখে বলতে।
আমি আরও জানি,
সদায় চাও তুমি,
দুজনে একসাথে পাশাপাশি চলতে।
আমি জানি,
তোমার অস্তিত্বের শতভাগ জুড়েই আমি,
প্রচন্ড ভালবাস আমাকে ভাবতে।
আমি বুঝি,
তোমার অব্যক্ত অভিপ্রায়।
কেবল তুমি চাও সারাক্ষণ
নিরবে নিরালায় চোখে চোখ রেখে
অপলকে দেখতে আমায়।
আমি বুঝি,
তোমার কাজল কালো নয়নের ভাষা।
আমি এইও বুঝি,
আমায় কাছে না পেলেই হারাও দিশা।
আমি জানি তুমি খুব করে চাও,
চোখে চোখে নিরবতায় হোক
দুটি মনের ভাব বিনিময় কিছুক্ষণ।
আমি জানি,
আমাতে তুমি নিজেকে করেছ বিসর্জন।
আমি জানি গো,আমি বুঝি
তোমার চোখের আড়াল হলেই
বড্ড বেশি ব্যাকুল তুমি।
মনাকাশে শূণ্যতার রবিকর হয় উদয়,
আমার তরে তোমার শত খোঁজাখোঁজি।
আমি বুঝি,
আমায় কাছে পেলে তুমি,
খোঁজে পাও অনাবিল সুখ।
আমার শূন্যতায় আঁকড়ে ধরে তোমায়,
বিরহের শতশত অসুখ।
আমি বুঝি,
আমাকে পাওয়ার তরে তোমার ব্যাকুলতা।
বিচলিত করে তোমায় সদাশয়,
আমার ক্ষাণিক নিরবতা।
তুমি কি বুঝ,তুমিও কি জান?
আমিও তোমার প্রেমে পড়ি বারেবার।
অপলকে আমায় দেখে,
হাসির বানে নিজেকে ভাসাও যতবার।
আমি জানি, তুমিও বুঝতে পার,
তোমায় নিয়ে সাজাই ভালোবাসার ফ্রেম।
তুমি কি বুঝতে পারোনা ?
তোমাতে মোর এই অপ্রকাশিত প্রেম।
আমি জানি,
তুমি আমায় বড্ড বেশি ভালবাস।
তুমি খুব করে চাও,
কিন্তু পারোনা মুখে বলতে।
আমি আরও জানি,
সদায় চাও তুমি,
দুজনে একসাথে পাশাপাশি চলতে।
আমি জানি,
তোমার অস্তিত্বের শতভাগ জুড়েই আমি,
প্রচন্ড ভালবাস আমাকে ভাবতে।
আমি বুঝি,
তোমার অব্যক্ত অভিপ্রায়।
কেবল তুমি চাও সারাক্ষণ
নিরবে নিরালায় চোখে চোখ রেখে
অপলকে দেখতে আমায়।
আমি বুঝি,
তোমার কাজল কালো নয়নের ভাষা।
আমি এইও বুঝি,
আমায় কাছে না পেলেই হারাও দিশা।
আমি জানি তুমি খুব করে চাও,
চোখে চোখে নিরবতায় হোক
দুটি মনের ভাব বিনিময় কিছুক্ষণ।
আমি জানি,
আমাতে তুমি নিজেকে করেছ বিসর্জন।
আমি জানি গো,আমি বুঝি
তোমার চোখের আড়াল হলেই
বড্ড বেশি ব্যাকুল তুমি।
মনাকাশে শূণ্যতার রবিকর হয় উদয়,
আমার তরে তোমার শত খোঁজাখোঁজি।
আমি বুঝি,
আমায় কাছে পেলে তুমি,
খোঁজে পাও অনাবিল সুখ।
আমার শূন্যতায় আঁকড়ে ধরে তোমায়,
বিরহের শতশত অসুখ।
আমি বুঝি,
আমাকে পাওয়ার তরে তোমার ব্যাকুলতা।
বিচলিত করে তোমায় সদাশয়,
আমার ক্ষাণিক নিরবতা।
তুমি কি বুঝ,তুমিও কি জান?
আমিও তোমার প্রেমে পড়ি বারেবার।
অপলকে আমায় দেখে,
হাসির বানে নিজেকে ভাসাও যতবার।
আমি জানি, তুমিও বুঝতে পার,
তোমায় নিয়ে সাজাই ভালোবাসার ফ্রেম।
তুমি কি বুঝতে পারোনা ?
তোমাতে মোর এই অপ্রকাশিত প্রেম।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন