একুশের কথা




















।। ফুয়াদ চৌধুরী ।।

একুশ আমার অহংকার,
একুশ তোমার অহংকার,
একুশ আমাদের অহংকার।
এ অহংকার নয় কারো শখের নয় কারো বিলাসিতার-
এ অহংকার আমাদের গৌরবের,
একুশ এলো শান্ত বাংলার দামালের স্পর্শে।
ফিরে যাই সেই একুশে যেদিনে ভিনদেশী
এনেছিলো হানা বাংলার হৃদে,
কেড়ে নিতে চেয়েছিলো মায়ের সেখানো বুলি,
গড়ে তুলেছিলো লৌহ কপাট-
তবুও বাংলা পিছু মোড়েনি
শান্ত বাংলা উদ্বুদ্ধ করেছিলো ঘুমন্ত সত্ত্বাকে।
ফিরে দেখো সেই একুশে যেদিন স্থাপিত
করতে চেয়েছিলো নতুন কোনো সংস্কৃতি-
যেদিন আগামীর তরুণদের গণহত্যা করা হয়েছিলো,
তবুও দামাল তরুণ মৃত্যু ঠেলে এগিয়ে
এসেছিলো তার মাতৃ বুলির স্লোগান নিয়ে।
তারা ভোলেনি মায়ের অস্তিত্ব -
ভোলেনি মায়ের প্রতি সন্তানের কর্তব্য
ভোলেনি শহীদ ভাইয়ের ব্যাথা,
ভোলেনি প্রতিবাদী ক্ষমতা।
দলে দলে বেড়িয়ে পড়ে আন্দোলনে
পেশ করে নিজ অধিকার -
তারা মানত শ্রদ্ধা তাদের পৌঁছে দিবে আপন গন্তব্যে,
অর্জন করে শত প্রাণের বিনিময়ে নিজ মাতৃ ভাষা,
শত্রুকে দমিয়ে ইতিহাসে প্রতিষ্ঠা করে নিজ অহংকার।
একুশ- এ যে বাংলার এক রেণুমণি।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ফেব্রুয়ারির গান

নিষ্ঠুর বর্বরতা

নোনাজলের দীর্ঘ শ্বাস